en

অনলাইনে টাকা আয় করার সুযোগ বৃদ্ধি পাচ্ছে । অনলাইন ইনকাম টিপস

বর্তমান চাকরির বাজারের মন্দা ভাব এবং ব্যবসায়ে অধিক ঝুকির কারনে অধিকাংশ তরুণই ঝুঁকছে অনলাইন ভিত্তিক পেশার দিকে। বিগত বছর গুলোতে বাংলাদেশের কর্মসংস্থান খাতে অনলাইন আয় বিশেষ ভূমিকা পালন করেছে। বর্তমানে চাকরির বাজারে মন্দা ভাব এবং বিগত বছর গুলোতে পর্যাপ্ত পরিমানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি না হওয়ায় বাংলাদেশ সরকার অনলাইন আয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছে।ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার ক্ষেত্রে কিছু উপায় আছে যা জানা অত্যন্ত জরুরী। একটা সময় ছিল যখন অনলাইনে আয় বলতে সবাই শুধু মাত্র ফ্রীলান্সিংকেই বুঝত। এখনো ফ্রীলান্সিং করে টাকা আয় করছে কিন্তু সেই ক্ষেত্রতা খুবই ক্ষুদ্র হয়ে গিয়েছে। এখন মানুষ অন্য কিছু করার দিকে ঝুঁকছে।

লেখালেখি করে ইনলাইনে আয় করার জন্য এখন অনেক সাইট আছে যা থেকে খুব সহজেই ভাল একটা উপার্জন করতে পারা যায়। তাছাড়া ভিডিও শেয়ারিং করে আয় করার ক্ষেত্রে ইউ টিউবের নাম সবার আগে আসে। ইউ টিউব থেকে প্রতি মাসে ভাল একটা আয় করা যেত কিন্তু ইদানীং অনেকেরই ইউ টিউব চানেল বন্ধ হয়ে যাচ্ছে যা হতাশার জন্ম দিচ্ছে। অনেকে প্রচুর টাকা বিনিয়গ করে একটা ভাল ইউ টিউব চ্যানেল তৈরি করেছে কিন্তু হঠাৎ করে দেখা গেল টাকা উত্তোলন করতে গেলে টাকা পাওয়া যাচ্ছে না, চ্যানেল সাস্পেন্স ইত্যাদি অনেক সমস্যা।

এছাড়া, অনেক পিটিসি সাইট আছে যা মানুষকে ঠকানোর ধান্দায় থাকে। এমন অনেক সাইট আছে যারা বেশি টাকার লোভ দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে। তাছাড়া এফিলিয়েট মার্কেটিং আছে যার সেই একই অবস্থা। মোটকথা থার্ড পার্টির সাইটে কাজ করা মানেই অনিশ্চয়তা থাকবেই।

এইসব ঝামেলার কারনে অভিজ্ঞরা এখন নিজস্ব ব্যবসা কংবা অন্য কোন ভাবে ইনকাম সোর্স বের করছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ই-কমার্স, নিজের সাইটে লেখালেখি কিংবা অন কোন আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করা। মানুষ অফলাইনের অনেক আইডিয়াকে অনালাইনে শুরু করছে যা থেকে খুব সহজেই লাভবান হচ্ছে।

আরও পড়ুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো